কালীগঞ্জে জাতীয় কন্যা ও শিশু দিবস ২০২৪ উদযাপিত

0
4

আহসান হাবিব কালিগঞ্জ প্রতিনিধি:-  আজ ৩০ শে সেপ্টেম্বর সকাল ৯.৩০ টায় জাতীয় কন্যা ও শিশু দিবস  উপলক্ষে এক রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রেলিটি কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে কালীগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলার অডিটোরিয়ামে এসে শেষ হয় এবং উক্ত বিষয়ে এক  আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না চক্রবর্তী, লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাস ও কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকবৃন্দ এবং সহ-সভাপতি কালিগঞ্জ প্রেসক্লাব আনোয়ার হোসেন, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। উক্ত অনুষ্ঠানটিতে ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ৯বম শ্রেণীর ছাত্রী মাহশাকিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here