সরকারি অর্থে রাজনৈতিক ব্যক্তির নামে কোনো প্রতিষ্ঠান হবে না: উপদেষ্টা আসিফ মাহমুদ

0
5

যুব ও ক্রীড়া উপদেষ্টা আফিস মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করবো। আমাদের সিদ্ধান্ত রাজনৈতিক কোনো ব্যক্তির নামে সরকারি অর্থে কোনো প্রতিষ্ঠান হবে না।

শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আফিস মাহমুদ বলেন, সাতক্ষীরা ক্রীড়াবিদ উৎপাদন কেন্দ্র। সেক্ষেত্রে ক্রীড়ার সুযোগটা বেশি পাওয়া উচিত। তবে শহীদ আসিফ দেবহাটা উপজেলার সন্তান। সে ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে। সেক্ষেত্রে দেবহাটার মিনি স্টেডিয়ামটি তার নামেই হবে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি সাতক্ষীরা সার্কিট হাউসে এসে পৌঁছালে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মনিরুল ইসলাম তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি সাতক্ষীরার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here