সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বাল্যবিবাহ নিরোধ দিবস পালিত

0
5

সাতক্ষীরায় জাতীয় বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে বুধবার (১৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, জেলা প্রশাসকের প্রতিনিধি আহসান হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শেখ মো. হাসেম আলী, জেলা শিক্ষা বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম, ওসিসি’র প্রোগ্রাম অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা প্রকল্প অফিসের ইনচার্জ মো. শরিফুল ইসলাম ও প্রকল্প সমন্বয়কারী মো. মেহেদী হাসান, সিডব্লিউসিএস প্রতিনিধি মো. রুহুল আমিন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, দেশকে বাল্যবিবাহ মুক্ত করে আর যেন বাল্যবিবাহ দিবস পালন করতে না হয়। বিশেষ অতিথি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, শিশুরা শিক্ষা জীবনে মাদক মুক্ত থাকলে ভবিষ্যৎ একটি মাদক মুক্ত জাতি পাবো, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বলেন, আর শিশুর পেটে শিশু নয় শিশুদেরকে শিক্ষা ও সুসাংস্কৃতিকের সাথে সম্পৃক্ত থাকতে হবে।

উল্লেখ্য সদর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও ব্রেকিং দ্য সাইলেন্স’র যৌথ উদ্যোগে পরিচালিত ৩০টি কিশোর কিশোরী ক্লাব থেকে ৩০ জন কিশোর কিশোরী অংশগ্রহণ করেন। বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে কুইজ পরিচালনা করেন, সাকিবুর রহমান বাবলা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here