ঝাউডাঙ্গা বাজার কমিটির অন্তবর্তীকালীন কমিটি গঠন

0
9

চীফ রিপোর্টার: দীর্ঘ এক যুগ পর সাতক্ষীরা জেলার অন্যতম বাণিজ্যিক অঞ্চল ঝাউডাঙ্গা বাজার কমিটি নিয়ে ঝাউডাঙ্গা বাজার ব্যবসায়ী ও স্থানীয় মানুষের মাঝে জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। গত ১৫ অক্টোবর ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আজমল উদ্দিনের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্বের কমিটির বিলুপ্তি ঘোষনা ও অন্তবর্তীকালীন ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

উক্ত কমিটিতে ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান কে আহবায়ক ও ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ মোঃ আব্দুল মজিদ কে সদস্য সচিব হিসাবে মনোনীত করেন। এছাড়াও সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন ঝাউডাঙ্গা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশিদ, ঝাউডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষিকা মোছাঃ আসমা খাতুন ও ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ সরোয়ার হোসেন।

ঝাউডাঙ্গা বাজার কমিটির বর্তমান আহবায়ক মোঃ খলিলুর রহমান বলেন, অতি শিঘ্রই ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভার মাধ্যমে প্রতি দোকান থেকে একজন করে ভোটার সংগ্রহের মাধ্যমে নতুন ভোটার হালনাগাদ করণ ও দ্রুত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত বাজার পরিচালনার সার্বিক দায়িত্ব ও তত্বাবধায়নের কাজ উক্ত অন্তবর্তীকালীন বাজার কমিটি পালন করবেন। তাছাড়া উক্ত কমিটির সার্বিক বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। উল্লেখ্য, দীর্ঘ এক যুগ আগে ২০১১ সালের ২৬শে নভেম্বর নির্বাচনে গঠিত বাজার কমিটি অদ্যাবধি বাজার পরিচালনা করে আসছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here