উদারতার আয়োজ‌নে জাতীয় যুব দিবস উদযা‌পিত

0
3

“দক্ষ যুব গড়‌বে দেশ, বৈষ‌্যমহীন বাংলা‌দেশ” প্রতিপাদ‌্যকে সাম‌নে রে‌খে সাতক্ষীরা জেলার অন‌্যতম বৃহৎ এবং প্রবীন স্বেচ্ছা‌সেবী সংগঠন উদারতা যুব ফাউন্ডেশ‌নের প্রধান কার্যাল‌য়ে বর্ণ‌াঢ‌্য যুব র‌্যালী, যুব সমা‌বেশ ও আলোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে । প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে, সংগঠ‌নের নির্বাহী প‌রিচালক জুবা‌য়ের আহ‌ম্মেদ উপ‌স্থিত ছি‌লেন। তি‌নি তার বক্ত‌ব্যে কা‌রিগ‌রি শিক্ষার প্রতি জ্বোর দেওয়ার জন‌্য যুব‌দের অনু‌রোধ জানা‌ন । বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন সাংবা‌দিক ম‌ফিজুল ইসলাম।  সম্মা‌নিত অ‌তি‌থি হি‌সে‌বে হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন আল-আমিন তি‌নি তার বক্ত‌ব্যে ব‌লেন, দক্ষ যু্ব শ‌ক্তি তৈ‌রি কর‌তে উদারতা বি‌ভিন্ন কা‌রিগ‌রি প্রশিক্ষন প্রদান ক‌রে আস‌ছে যে‌টি স‌ত্যিই দক্ষ যুব গড়‌তে বড় ভূ‌মিকা রাখ‌ছে। মোহায়‌মিনুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে রোকনুজ্জামা‌নের সঞ্চালনায় অন‌্যান‌্যদের ভিত‌রে উপ‌স্থিত ছি‌লেন তা‌হের, দে‌লোয়ার , আরিফ, মোস্তা‌ফিজ,  আলামিন , সংগ্রাম, সো‌হেল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here