পাটকেলঘাটা থেকে ভূমি অফিস স্থানান্তর না করার দাবীতে পাটকেলঘাটা উপজেলা সমিতির আলোচনা

0
3
১৯৫৮ সাল থেকে সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা সদরে অবস্থিত উপজেলা ভূমি অফিস । স্বাধীনতার আগে স্থাপিত এসিল্যান্ড অফিসটি ১২টি ইউনিয়নের মানুষের ভুমি সংক্রান্ত সেবা দিয়ে আসছে।  সাতক্ষীরার অন্যতম বাণিজ্যিক  প্রাণকেন্দ্র  পাটকেলঘাটা বাজারে আপামর জনসাধারণের যাতায়াত সুবিধাসহ অন্যান্য সকল সুযোগ সুবিধা থাকায় সবাই পাটকেলঘাটায় ভুমি অফিসে সেবা নিতে অভ্যস্ত। সম্প্রতি ভূমি অফিসটি পাটকেলঘাটা থেকে তালায় স্থানান্তর করার বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনগণের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংগঠন পাটকেলঘাটা উপজেলা (প্রস্তাবিত) সমিতি ঢাকার কার্যনির্বাহী কমিটির এজেন্ডাভূক্ত করে আলোচনা করা হয়। মিটিংয়ে ভূমি অফিসটি পাটকেলঘাটা থেকে না সরানোর জোর দাবী জানানো হয় জেলা প্রশাসক মহোদয় বরাবরে।
আলোচনায় বক্তব্য রাখেন, পাটকেলঘাটা উপজেলা (প্রস্তাবিত) সমিতি, ঢাকা’র সভাপতি তারিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি শেখ রুহুল আমিন আকাশ, সহসভাপতি, মোঃ তুহিনুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক, জি এম হাফিজুর রহমানসহ সমিতির সকল সদস্য বৃন্দরা।  তারা বলেন ভুমি অফিসটি স্থানান্তর না করার জোর দাবী ও যুক্তি তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন,সমিতির সহসভাপতি হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ আলমগীর হোসেন, ইঞ্জিঃ শেখ হুমায়ুন কবির, মোঃ মুকিদুজ্জামান, ইঞ্জিঃ মনিরুল ইসলাম,  আব্দুল কাদির- জিলানী, আলমগীর কবীর, মোঃ শহিদুল ইসলাম, আবু মুসা আল রাহী, মহিলা বিষয়ক সম্পাদিকা, হালিমা বেগম, প্রচার সম্পাদক, সাঈদ হাসান।
সভাপতি তারিকুল ইসলাম বলেন, ভুমি অফিসটি আমাদের জন্মের আগে থেকেই পাটকেলঘাটায় দেখে আসছি, আমরা চাই এসিল্যান্ড অফিস পাটকেলঘাটায় আছে এবং পাটকেলঘাটায় থাকবে। তার জন্য আমরা ডিসি অফিস সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন ও স্মারকলিপি পেশ করবো। তিনি পাটকেলঘাটাবাসী ও স্থানীয় সাংবাদিক এবং জনপ্রতিনিধিদের বিষয়টি নিয়ে সোচ্চার হওয়ার জন্য আহবান জানান।
সমিতির সাধারণ সম্পাদক রাশিদুল ইসলামের সঞ্চালনায় সমিতির ঢাকাস্থ নিজস্ব কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here