স্কুল শিক্ষার্থীকে আ’ত্মহ’ত্যায় প্ররোচনার অভিযোগে যুবক ও পরিবারের বিরুদ্ধে মামলা

0
5

 

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটি গ্রামে স্কুল শিক্ষার্থী আফরোজা খাতুনকে (১৫) আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর স্থানীয় যুবক আবু সাঈদ শান্ত (২১) ও তার পরিবারের সদস্যদের দিকে। শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফরোজা খাতুনের মৃত্যু হয়। তার মৃত্যুর খবর জানাজানি হলে এলাকায় ক্ষোভের সঞ্চার হয়।

নিহত আফরোজা খাতুন দেবহাটা উপজেলার বহেরা এটিএম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং পুষ্পকাটি গ্রামের ফারিজুল ইসলামের মেয়ে। নিহতের মা ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আবু সাঈদ শান্ত, পুষ্পকাটি এলাকার শাহজাহান সিরাজের ছেলে, দীর্ঘদিন ধরে আফরোজাকে ইভটিজিং করে আসছিল। স্কুলে যাওয়া-আসার পথে নানা কুপ্রস্তাব দেয়ার পাশাপাশি, তার প্রস্তাবে সাড়া না দিলে প্রকাশ্যে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দেয়। এ নিয়ে আফরোজা তার পরিবারকে জানালে দুই পরিবারের মধ্যে দ্ব›দ্ব শুরু হয়। পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় ২৫ অক্টোবর, শুক্রবার সকাল আনুমানিক ১০ টা ৫৫ মিনিটে। ওই সময় শান্তর মা হাফিজা খাতুন (সুফিয়া) আফরোজার বাড়িতে গিয়ে তাকে ও তার মাকে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং আফরোজাকে বিষ খেয়ে আত্মহত্যা করতে বলে। এ ধরনের অপমান সহ্য করতে না পেরে আফরোজা বিষ পান করে। পরিবারের লোকজন তাকে দ্রæত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় আফরোজা শেষ নি:শ্বাস ত্যাগ করে।

এ বিষয়ে দেবহাটা থানার এসআই শরিফুল ইসলাম জানান, আফরোজার পিতা ফারিজুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here