সাতক্ষীরায় সাড়ে ৩ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

0
3

 

দীর্ঘ ৩ মাস ১২ দিন পর সাতক্ষীরা তালা উপজেলার আটারই গ্রামের কবর থেকে কাদের মোড়ল(৭৫) নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। তিনি উপজেলার আটারই গ্রামের মৃত.মোছা মোড়লের পুত্র।

সোমবার (১৮ ই নভেম্বর) সকাল ১০টায় আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আটারই গ্রামে পারিবারিক কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়।

এসময় তালার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল-আমিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমান এবং তালা থানা অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান সহ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

জানা গেছে, জমিজমা সংক্রান্ত জেরে গত ৬ আগষ্ট ভোর ৬টায় প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলে নিহত হন কাদের মোড়ল। দেশের পট পরিবর্তন হওয়ার সেদিন মামলা হয়নি এবং একই দিন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুর ৮ দিন পর ১৪ আগষ্ট নিহতের পুত্র মোঃ আব্দুল হালিম মোড়ল (৩৮) বাদি হয়ে তালা থানায় ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

আসামীরা হলেন, আটারই গ্রামের মৃত রহিম মোড়ল ওরফে নরিমের পুত্র আশরাফ মোড়ল (৫৯), জাকিরুল মোড়ল (৩৮), জাকাম মোড়ল (৫২), আশরাফ মোড়লের পুত্র সোহাগ মোড়ল (২২), জাকাম মোড়লের স্ত্রী সুরাইয়া আক্তার স্বপ্না (৪২) ও মোকাম আলী গাজীর পুত্র আলাউদ্দীন গাজী(৪৫)।

এ বিষয়ে নিহতের পুত্র মোঃ আব্দুল হালিম মোড়ল বলেন, দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে ওদের সাথে আমাদের বিরোধ চলছে। ৫ আগষ্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তন ও আইনশৃঙ্খলা পরিস্থিতের অবনতি দেখে পূর্ব পরিকল্পনা মাফিক আমার পিতাকে পিটিয়ে হত্যা করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। তবে এ বিষয়ে স্থানীয়রা সত্যতা জানলেও কেউ মুখ খুলতে রাজি হয়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-আমিন বলেন, যে সময় ঘটনাটা ঘটেছে সে সময় বিনা ময়নাতদন্তে লাশ দাফন করা হয়েছিলো। সত্যটা জানার জন্য আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম তাদের মধ্যে পারিবারিক জমিজমা সংক্রান্ত কলহ ছিলো। ময়নাতদন্তের পর আমরা হত্যার বিষয়ে সঠিকটা জানতে পারবো।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here