সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু

0
4

বুধবার (২০ নভেম্বর) ভোর ৪টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া ওই যুবকের নাম সাইদুল ইসলাম (৩৩)। সে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার শহর আলীর পুত্র। সাতক্ষীরা শহরের ভ্যারাইটি স্টোর নামরে একটি কাপড়ের দোকানে কর্মচারী ছিলো। মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, সাইদুল ইসলাম শরীরে জ্বর নিয়ে গত ১৮ নভেম্বর বিকাল ৫টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এরপর বুধবার ভোরে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই প্রথম সাতক্ষীরায় এক জনের মৃত্যু হয়েছে। এদিকে, নভেম্বর মাসে ডেঙ্গু উপগর্স নিয়ে ৫৩ জন হাসপাতালে ভর্তি হয়ে সকলেই সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার কুদর-ই-খুদা ও মেডিকেল অফিসার ডাঃ মানস কুমার মন্ডল ডাক্তার জানান আরিফ এর ওয়াডে ডেঙ্গুতেই রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here