একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ক সচেতনতামূলক প্রচারণা

0
3

 

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ক সচেতনতামূলক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর সকাল ১০ টায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে সচেতনতামূলক প্রচারণা সভা আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা।
নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে বক্তব্য রাখেন বেলা নেটওয়ার্ক এর সদস্য ও অর্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরি, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফজাল হোসেন ও অর্জন ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার রুবেল হোসেন।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে শিক্ষার্থীদের অবগত করা হয়।
বক্তারা বলেন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের কারনে আমাদের ভূপ্রকৃতি, নদী, খাল, সমুদ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্লাস্টিক পচে মাটির সাথে মিশতে ১ হাজার বছর সময় লাগে। এখনই প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব মোকাবেলা করতে না পারলে তা অদূর ভবিষ্যতে পরিবেশের বিপর্যয় নিয়ে আসবে। এজন্য পলিথিন ও প্লাস্টিকের বিকল্প হিসেবে কাঠ,মাটি, বাশ, বেত ও পাটের তৈরি পন্য সামগ্রি ব্যবহার করতে হবে।
রুবেল হোসেন
প্রোগ্রাম অফিসার
অর্জন ফাউন্ডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here