কালিগঞ্জ রতনপুরে সন্ত্রাসী ও সুদখোর জাহিদ ফজর পুলিশের হাতে আটক

0
3

কালিগঞ্জ উপজেলার রতনপুর সন্ত্রাসী ও সুদখোর জাহিদ ফজর পুলিশের হাতে আটক। রতনপুর ইউনিয়নের গনেশপুরে একটি মারামারি ঘটনার মামলায় সন্ত্রাসী ও সুদখোর জাহিদ ফজল কে, কালিগঞ্জ থানা পুলিশ আটক করেছে। সে উপজেলার গনেশপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে, তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে, গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমানের নির্দেশে (এস,আই) জাহিদ হোসেন রতনপুর বাজারে এলাকা থেকে সন্ত্রাসী ফজল কে গ্রেফতার করে, তাকে মঙ্গলবার সাতক্ষীরা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে ইতিপূর্বে রেফারি মনজু’র ওপর সন্ত্রাসী হামলায় মামলা ছিল সেই মামলায় জামিন পেয়ে আবারো এলাকায় কার্যক্রম চালাতে থাকে। সম্প্রতি গনেশপুর এলাকায় মারামারি ঘটনায় জড়িত থাকার অভিযোগে কালিগঞ্জ থানায় মামলা হলে, থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here