ভেঙে ফেলা হয়েছে কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে অবৈধভাবে নির্মিত সাইদুল বস্ত্রালয়ের দোকান ঘর

0
5
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজারের পেরি ফেরি ভুক্ত জায়গায় অবৈধভাবে গড়ে তোলা  সাইদুল বস্ত্রালয়ের দোকান ঘর ভেঙে ফেলা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ন’টায় উচ্ছেদ অভিযানে সরকারি কাজে বাধা দেওয়ার কারণে প্রকাশ্য ক্ষমা চেয়ে মামলা থেকে রেহাই পেলেন  সাইদুল বস্ত্রালয়ের তিন ভাই।  উপজেলা প্রশাসনের নির্দেশে  নিজেদের লেবার দিয়ে সেই দোকান ঘরের ছাদ ভেঙ্গে ফেললেন সাইদুল  বস্ত্রলয় কর্তৃপক্ষ। বুধবার (৪ নভেম্বর) বেলা ১২ টায় নাজিমগঞ্জ বাজারে সাইদুল বস্তালয়ের অবৈধভাবে নির্মিত দোকানঘর ভাঙার সময়  উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  অনুজা মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস,   সেনাবাহিনী ও  কালিগঞ্জ থানার পুলিশ ফোর্স সহ কালিগঞ্জ প্রেসক্লাব এর সাংবাদিক বৃন্দ ও নাজিমগঞ্জ বাজার কমিটির নেতৃবৃন্দের  উপস্থিতিতে অবৈধ উচ্ছেদের  অভিযান চালানো হয়। ৩ নভেম্বর মঙ্গলবার নাজিমগঞ্জ বাজারে  পেরিফেরি ভুক্ত জায়গায় অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করায় নোটিশ দেওয়ার পরেও সরিয়ে না ফেলায় উচ্ছেদ কার্যক্রমে সরকারি কর্মকর্তাদের কাজে বাধা এবং তাদের সাথে অসদাচারণ করায়  প্রকাশ্যে সাইদুর বস্ত্রালয়ের স্বত্বাধিকারী শহিদুল মোড়ল, সিরাজুল মোড়ল ও মনিরুল ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেছেন ।  নাজিমগঞ্জ বাজারে একটি দোকান ভেঙে নিলেন এবং আরেকটি দোকান ঘর একমাস সময় নিলেন ভাঙ্গার জন্য। এদিকে  নাজিমগঞ্জ বাজারে অনেক ব্যবসায়ীরা অবৈধভাবে নির্মিত দোকান ঘর নিয়ে আতংকে আছেন। এ বিষয়ে ইউ.এন.ও বলেন আরো পাঁচটি অবৈধ দোকান  উচ্ছেদ অভিযান কার্যক্রম পর্যায়ক্রমে  চলমান থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here