তুজলপুর জি.সি হাইস্কুলে ঈদ পুনর্মিলনী উপলক্ষে জুম মিটিং অনুষ্ঠিত

0
4
Oplus_131072
সাতক্ষীরা শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত তুজলপুর জি.সি মাধ্যমিক কিদ্যালয়। ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটির নামকরণ করা হয় জমিদাতা গোবিন্দ চন্দ্রের নাম অনুসারে। প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি প্রায় ৮৪ বছর যাবৎ প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সাথে জ্ঞানের আলো ছড়াচ্ছে। এই স্কুলের কিছু প্রাক্তন ছাত্রদের আন্তরিকতায় আয়োজিত হতে যাচ্ছে ঈদ পূনর্মিলনী সহ বিভিন্ন সময়োপযোগী অনুষ্ঠান। এরই ধারাবাহিকতায় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে আয়োজন করা হয় জুম মিটিং এর।
৬ ডিসেম্বর শুক্রবার রাতে অনুষ্ঠিত জুম মিটিং সঞ্চালনা করেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এসএসসি ১৯৯৪ ব্যাচের মো. আবু রায়হান।
জুম মিটিং এ ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া সার্বিক বিষয়ে আলোচনা ও মতামত তুলে ধরেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. ওয়ালিউল্লাহ্, আবু রায়হান, আব্দুল্লাহ আল মামুন, জিল্লুর রহমান, আফজাল হোসেন, মাহারিন হোসাইন, শাহাবুদ্দীন, আবুল হোসাইন, ফরহাদ কবির স্বাধীন, ইলিয়াস হোসেন, ওয়াহিদুজ্জামান, তুহিন হোসেন, তৌহিদ, সামিত কুমার ঘোষ প্রমুখ।
১৯৯০ থেকে২০২৩ সাল পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে আলোচনা করে সঠিক এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রতিটি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের তালিকা প্রনয়নের মাধ্যমে সম্মিলিতভাবে ও স্ব-উদ্যোগে কাজ করতে হবে। এছাড়া বেশি বেশি প্রচার প্রচারণার জন্য পত্রিকার নিউজ লিংক স্ব স্ব ফেসবুক আইডি ও হোয়াট্স এ্যাপ গ্রুপে শেয়ার করার আহবান জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here