খাদ্যের লেবেলে মেয়াদোত্তীর্ণের দিন আছে, উৎপাদনের তারিখ নেই! সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বাজারে অবস্থিত সাতক্ষীরা ফুডস নামের এমনই বেকারী পণ্য ক্রেতাদের নজরে এসেছে। বিষয়টি জানাজানির পর থেকে অনেক ক্রেতারা সাতক্ষীরা ফুডসের পণ্য ক্রয় থেকে বিরত থাকাসহ বয়কটের ডাক দিয়েছে সচেতন নাগরিক। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন প্রান্তের দোকান-ক্রেতাদের কাছে ভ্যান ও বাইসাইকেল যোগে পৌঁছে যাচ্ছে মেয়াদ ও লাইসেন্সবিহীন এমনসব নামি-দামি বেকারি পণ্য এমনই অভিযোগ এলাকাবাসীর। ঘটনা শনিবার (৭ই ডিসেম্বর) সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বাজারের একটা দোকানে একজন ক্রেতা পাউরুটি কিনতে গিয়ে দেখতে পাই প্যাকেটের ভিতরে থাকা ‘সাতক্ষীরা ফুডস’ নামক লেবেলে কোনো উৎপাদন তারিখ নেই, মেয়াদত্তীর্ণের তারিখ আছে। এতে করে ধারণা করা যায় উৎপাদনের যেহেতু তারিখ নেই, সেক্ষেত্রে এ খাদ্যের মেয়াদ আজীবন! দোকানী সাধন ঘোষের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা কখনো সেইভাবে খেয়াল করা হয়নি। তাছাড়া এর আগেও এ প্রতিষ্ঠানের মেয়াদউত্তীর্ন পণ্য ফেরত দেওয়ার কথা বল্লে আজ না কাল নিয়ে যাবো বলে দিন পার দেয়। এটা হয়ত তাদের একটা কারসাজি হতে পারে! এ প্রতিষ্ঠানের পণ্য আর ক্রয় করবেননা বলে জানান তিনি।’ যেখানে ভোক্তা অধিকার আইনে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে পণ্যের উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ উল্লেখ থাকতে হবে। থাকতে হবে বিএসটিআই অনুমোদন। সেখানে ভোক্তা অধিকার আইন না মেনে কিসের বলের উপর সাতক্ষীরা ফুডস মেয়াদবিহীন পণ্য ও বিএসটিআই লাইসেন্স ছাড়ায় বাজারজাত করছে প্রশ্ন সাধারণ ক্রেতাদের। বিষয়টি ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। এ প্রতিবেদক ঘটনার সত্যতা যাচাই করার জন্য ঝাউডাঙ্গা বাজারের কয়েকটি দোকান ঘুরে দেখা যায় একই চিত্র। সাতক্ষীরা ফুডস নামে বাজারজাত করা পাউরুটি, কেক, বিস্কুট ও শিশুখাদ্যসহ কয়েকটি পণ্যের প্যাকেটের ভিতরে থাকা কাগজে মেয়াদ উৎপাদন ও মেয়াদ উর্ত্তীণের তারিখ দেওয়া হয়নি। অনেক প্যাকেটে কোনো লেবেলই নেই। কোনোটা লেবেল দেখা গেলেও তা লেখা অস্পষ্ট। নেই বিএসটিআইয়ের সিল ও লাইসেন্স নাম্বার। এসব বিষয়ে ‘সাতক্ষীরা ফুডসের মালিক সবুজ হোসেনের কাছে জানতে চাইলে তিনি জোর গলায় বলেন আমাদের বিএসটিআই লাইসেন্স নেই। এতে কোনো সমস্যা হয়না। তাছাড়া প্যাকেটের লেবেলে উৎপাদনের তারিখ দিতে কারখানার শ্রমিকরা হয়ত ভুল করেছে।’ এ বিষয়ে সাতক্ষীরা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্তের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান বিএসটিআই লাইসেন্স লেবেল ব্যতিত ও মেয়াদ বিহীন পন্য বিক্রিসহ বাজারজাত করা সম্পন্ন নিষিদ্ধ। এমন যদি করে থাকে বিষয়টি যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে অবশ্যই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবো।