অনলাইন জুয়া খেলার অপরাধে তালায় চারজনকে ১৫ দিনের কারাদন্ড

0
3

সাতক্ষীরা তালায় অনলাইন জুয়া খেলার অপরাধে চারজন কে ১৫ দিনের কারাদন্ড করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট শেখ মোঃ রাসেল এ আদেশ প্রদান করেন।

আসামীরা হলেন জালালপুর গ্রামের আলী মোড়লের ছেলে জুয়েল মোড়ল (২৭), জেঠুয়া গ্রামের আকছেদ শেখের ছেলে শহীদ শেখ (২১), জালালপুর গ্রামের মহাম্মাদ আলী মোড়লের ছেলে বাদশা মোড়ল (১৯) ও জেঠুয়া মহাতাব উদ্দীনের ছেলে রেজাউল ইসলাম (৩৩)। তালা থানার

পুলিশ জানান, জেঠুয়া বাজারে অনলাইন জুয়া খেলার সময় রাত ৮টার দিকে চারজন কে আটক করা হয়। আটকের পর এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট শেখ মোঃ রাসেল কাছে হাজির করা হলে প্রত্যেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন, সম্প্রতি তালা উপজেলায় অনলাইন জুয়া খেলে যুব সমাজ ধংস হচ্ছে। যারা অনলাইন জুয়া খেলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here