জেলা কৃষক দলের আয়োজনে সাতক্ষীরায় ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0
4

জেলা কৃষক দলের আয়োজনে সাতক্ষীরায় কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। জেলা কৃষক দলের আয়োজনে শুক্রবার বিকালে শহরের সংগীতার মোড় প্রাইম ব্যাংকের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি সদস্য সচিব আব্দুল আল মামুন রাজু, মোঃ শামীম কবির সুমন জেলা কৃষক দল যুগ্ন আহবায়ক। মো: ফিরেজ শাহ যুগ্ন আহবায়ক জেলা কৃষক দল, মো: সোহেল রানা সদস্য জেলা কৃষক দল, আব্দুল গফফার সদস্য জেলা কৃষক দল, বিএম রাশেদ সাবেক সদস্য সচিব সদর উপজেলা কৃষকদল, মো: আনারুল ইসলাম সাবেক সদস্য সচিব কালীগঞ্জ উপজেলা, জিএম মনিরুল ইসলাম সাবেক সিনিয়র যুগ্ন আহবায় পৌর কৃষক দল।

বক্তারা আরও বলেন, এদেশে কৃষি বিপ্লব ঘটানোর জন্য তিনি খালকাটা কর্মসূচি হাতে নিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই খালকাটা কর্মসূচি পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনা সরকার খাল কেটে কুমির আনা হয়েছে বলে অপপ্রচার চালিয়েছে। শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনামলে অন্যান্য সেক্টরের মতো কৃষি সেক্টরকে ধ্বংস করার মাধ্যমে কৃষকদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে।আগামী‌তে বিএন‌পি ক্ষমতায় আস‌লে তা‌রেক রহমা‌নের নেতৃ‌ত্বে এক‌টি কৃ‌ষিবান্ধব স্ব‌নির্ভর বাংলা‌দেশ গড়ার প্রত‌্যয়ে কাজ ক‌রে যা‌বো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here