কালিগঞ্জের পল্লীতে আদালতের নির্দেশ অমান্য করে ঘের দখল

0
5
কালিগঞ্জের পল্লীতে আদালতের নির্দেশ অমান্য করে ঘের দখলের অভিযোগ উঠেছে মৌতলা ইউনিয়ন এর লক্ষ্মীনাথপুর গ্রামের মৃত রাধাপদ মন্ডল এর ছেলে প্রদীপ মন্ডল, মৃত মনছুর মোড়ল এর ছেলে আবুল মোড়ল, মৃত কেরামত গাজী এর ছেলে নজরুল গাজী, ফজলে সরদার এর ছেলে সহ তাদের সাথে আসা অজ্ঞাত নাম চার থেকে পাঁচজন সাঙ্গোপাঙ্গদের বিরুদ্ধে। কালিগঞ্জ থানার অভিযোগ সূত্র থেকে জানা গেছে, কুশুলিয়া ইউনিয়নের মৃত কাজী মাসুদ আকবারের ছেলে, কাজী মহসিন হোসেন, দীর্ঘদিন যাবত কালিগঞ্জ থানাধীন পারুলগাছা মৌজায় তার খরিদকৃত ২ একর ৯৮ শতক জমিতে মৎসকের করে জীবিকা নির্বাহ করছিল, কিন্তু হঠাৎ করে পর সম্পদ লোভী প্রদীপ মন্ডল ও তার সহযোগীরা, গোপনে নীল নকশা করে ২০-১২-২৪ তারিখ দুপুর আনুমানিক ১২:৩০ মিনিটের দিকে প্রকাশ্য দিবালোকে তার ঘেরে প্রবেশ করে, এবং তার ঘেরে থাকা কেয়ারটেকারকে মারধর করে, মহসিন হোসেনের ঘেরের বাসা ভেঙে ফেলে, এবং তারা নিজেরা নতুন করে ঘর তৈরি করে, প্রদীপ মন্ডল সাতে এই ধরনের ঝামেলা চলছিল বিধায় মহসিন হোসেন বিজ্ঞ আদালতে ১৪৫ ধারা জারি চলমান ছিল, কিন্তু বিবাদী প্রদীপ মণ্ডল ও তার সাঙ্গোপাঙ্গরা আদালতের নির্দেশ অমান্য করে এ ধরনের নেক্কারজনক  কাজ করে, বর্তমানে মহসিন ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে এজন্য প্রশাসনের উদ্বোধন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here