সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান

0
3

হিফজুল কুরআন বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা প্রাক্তন ও বর্তমান ছাত্রবৃন্দ (হিফজুল কুরআন বিভাগ) এর আয়োজনে আলোচনা সভা, দস্তরবন্দি, সম্মাননা প্রদান ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ২১( ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় উক্ত আলোচনা সভা, দস্তরবন্দি, সম্মাননা প্রদান ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। কুশলিয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও সহকারী সুপার হাফেজ মাওলানা ইয়াছিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাদ্দিস আবুর খায়ের, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুফতি আখতারুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আব্দুল খালেক, বিশিষ্ট বক্ষব্যধি চিকিৎসক ডাঃ এম এ কবির, বিশিষ্ট সমাজসেবক কে এম সেকেন্দার আলী, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা হিফজুল কুরআন বিভাগের প্রতিষ্ঠাতা শিক্ষক হাফেজ মাওলানা মো: খায়রুল বাশার। আলোচনাসভা শেষে ১১ জন হাফেজ কে পাগড়ি পড়ান অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here