জহুরুল হায়দারকে খুলনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ

0
5

শ্যামনগর উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক পিপি জহুরুল হায়দার বাবু(৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে খুলনার পশ্চিম বানিয়া খামার এলাকা থেকে যশোরের একটি মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। শ্যামনগর উপজেলা সদরের নকিপুর গ্রামের ডা. আব্দুল জলিলের ছেলে জহুরুল হায়দার সাবেক এমপি জগলুল হায়দারের ছোট ভাই। গত ৫ আগস্ট দল পরিবর্তনের পর থেকে এলাকা ছেড়ে তিনি অবস্থান বদলে ঢাকা ও খুলনায় আত্মগোপনে ছিলেন।
তার বিরুদ্ধে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউল্লাহ সরদারকে হত্যাসহ রেজাউল হত্যা ও উপজেলা বিএনপির অফিস ভাংচুর ও অগ্নি সংযোগের মামলা রয়েছে। ভাই উপজেলা আ’লীগের সভাপতি জগলুল হায়দারের প্রভাব খাটিয়ে পিপি পদ বাগিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সংসদ সদস্য ভাইয়ের প্রভাবকে কাজে লাগিয়ে অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বীতায় সর্বশেষ দু’টি নির্বাচনে অংশ নিয়ে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ বাগিয়ে নেয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে। মাত্র ১০ বছরের ব্যবধানে তিনি ঢাকা ও খুলনায় চারটি ফ্লাট ও তিনটি গাড়ীসহ শত কোটি টাকার মালিক হওয়ার অভিযোগে অভিযুক্ত জহুরুল হায়দার বাবু।
উল্লেখ্য তার ভাই শ্যামনগর উপজেলা আ’লীগের সভাপতি জগলুল হায়দার গত ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে অনেকটা বিনা প্রতিদ্ন্দ্বীতায় সংসদ সদস্য নির্বাচিত হন। এসময় ভাইয়ের প্রভাবকে কাজে লাগিয়ে নওয়াবেগী কলেজ, নকিপুর পাইলট ম্যাদমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা সভাপতির পদকে ব্যবহার করে কোটি টাকা হাতিয়ে নেন তিনি। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, হাসান মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান লুটের মামলায় জহুরুল হায়দারকে খুলনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলাটি সিআইডি তদন্ত করছে জানিয়ে তিনি আরও বলেন তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here