১০ম উদারতা দিবস ২০২৫ উদযাপন

0
4

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদারতা যুব ফাউন্ডেশনের আয়োজনের দশম উদারতা দিবস ২০২৫ উদযাপন হয়েছে। মা‌ড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৫ জানুয়ারি রবিবার বিকাল ৪ ঘটিকায় উদ্বোধন ক‌রেন সংগঠ‌নের নির্বাহী প‌রিচালক জুবা‌য়ের আহ‌ম্মেদ শিমুল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস । তিনি তার বক্তব্য বলেন আমরা গর্বিত আশাশুনি উপজেলায় উদারতা যুব ফাউন্ডেশন এর মত একটি সামাজিক সংগঠন রয়েছে যারা অত্যন্ত সামাজিক কার্যক্রমের সাথে জড়িত আমি আশাশু‌নি উপজেলাতে ‌যোগদান করার পর থেকে যেগুলো সামাজিক সংগঠনকে পেয়েছি তাদের ভেতরে উদারতাকে আমি সামনে এগিয়ে রাখবো সরকার এবং আমরা যে কাজগুলো করতে চাই উদারতা যুব ফাউন্ডেশন সার্বক্ষণিক আমাদের কাজকে সাম‌নে এ‌গি‌য়ে নেওয়ার জন্য আমাদের হাতে হাত রেখে সহযোগিতা করে যাচ্ছে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা সরকারি কলেজের অধ্যাপক জনাব শাহিনুল হক তিনি তার বক্তব্যে বলেন আমরা গ‌র্বিত উদারতার মত একটি প্রতিষ্ঠান  জন্ম দিতে পেরেছি। উদারতা আজ দশম বর্ষে পদার্পণ করছে যেটি স্বাভাবিক কোনো বিষয় নয় এটা অর্জন করতে উদারতার সদস‌্যদের অনেক প‌রিশ্রম,মেধা লেগেছে আমরা যারা পিছ‌নে আছি তারাই জা‌নি। অতিথি হিসেবে বক্তব্য রাখেন  আক্তার ফারুক বিল্লাল তিনি তার বক্তব্যে বলেন উপকূলে উদারতা আইটি খাতে যে অনন্য অবদান রেখে চলেছে সেটা আশাশুনি বাসির জন্য একটি গর্বের। বক্তব্য রাখেন আশাশু‌নি সরকারি কলেজের অধ্যাপক জনাব আব্দুল মালেক  তিনি তার বক্তব্যে বলেন, যে সময় আমাদের চারপাশে অনলাইন জুয়া এবং মাদকাসক্ত হচ্ছে সবাই সে সময় উদারতা শিক্ষা নিয়ে চিন্তা করে এবং শিক্ষা খাতের কাজ করছে এটা আমাদের জন্য বড় গৌরবের এবং পাওয়ার সম্মানিত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠা‌নের উপ‌দেষ্টা মন্ডলীর সদস‌্য মোস্তাফিজুর রহমান, আশরাফ ‌হো‌সেন, আতাউল্লাহ চৌধুরী, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ,সাংবাদকর্মী শাহজাহান হাবিব, মফিজুল ইসলাম সহ প্রমূখ। আলোচনা শেষে উপকূলের‌ শিক্ষাখা‌তে অনন্য অবদান রাখায় কলিমাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব লুৎফর রহমানকে সম্মাননা প্রদান করা হয়। অনুভূতি প্রকাশ কর‌তে যে‌য়ে তি‌নি ব‌লেন জীবনের শেষ মুহূর্তে এসে ছাত্রের হাত থেকে এত বড় সম্মাননা আমার জীবনে আর কোন কিছুই চাওয়ার নাই। সেরা স্বেচ্ছাসেবক হিসেবে সম্মাননা প্রদান করা হয় মোস্তাফিজুর রহমান কে। আলোচনা সভার শেষে উদারতার অন্যতম স্বপ্নদ্রষ্টা আব্দুল্লাহ মাহমুদ চৌধুরী  ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানটির সভাপতিত্ব ক‌রেন আল আমিন তিনি তার সমাপনী বক্তব্য বলেন উদারতা যদি কোন ভুল ক‌রে সমালোচনা না করে আপনারা আসুন চায়ের দাওয়াত থাকলো বসে আমা‌দের ধ‌রি‌য়ে দিবেন উদারতা আরো বেশি সামাজিক কার্যক্রমে কিভাবে অবদান রাখতে পারে। আমাদেরকে দিকনির্দেশনা প্রদান করবেন । অন্যান্যদের ভিতরে উপস্থিত ছিলেন দেলোয়ার ,স্বাধীন , ফুয়াদ, আলামিন, তাহের, নজরুল প্রমূখ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশিকুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here