দুস্থ অসহায় মানুষের কল্যাণে কালিগঞ্জে রিডা হাসপাতালের শীত বস্ত্র বিতরণ

0
4
প্রচন্ড  শীতে  দুস্থ অসহায় মানুষের কল্যাণে কালিগঞ্জ রিডা হাসপাতালের আয়োজনে  শীতার্থ ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকাল ৪ টায় কালিগঞ্জ পাউখালী রিডা হাসপাতাল প্রাঙ্গনে শতাধিক  শীতার্ত নারী ও পুরুষদের মাঝে কম্বল প্রদান করা হয়। রিডা হাসপাতালের ফাউন্ডার সিইও আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও রিডা হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিডা হাসপাতালের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল ওহাব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, রিডা হাসপাতালের প্রধান উপদেষ্টা উৎপল কুমার ঘোষ, ব্যবস্থাপনা পরিচালক হাসানুজ্জামান সুজন, শেয়ারহোল্ডার ফয়েজ আহমেদ প্রধান শিক্ষক নজরুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ খান, সাংবাদিক আল নূর আহমেদ ইমন, সাংবাদিক ইঞ্জিনিয়ার শেখ আহসান হাবিব, বুলবুল আহমেদ। অনুষ্ঠানের শতাধিক ব্যক্তির মাঝে শীতবস্ত্র কম্বল প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here