সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের মাতার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন

0
3

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক অর্থসম্পাদক শেখ আব্দুস সাত্তারের স্ত্রী ও সদস্য ঢাকা থেকে প্রকাশিত ইংরেজি দি সাউথ এশিয়ান টাইমস পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি এবিএম মোস্তাফিজুর রহমানের মাতা হোসনেআরা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নাৃ..রাজিউন)। তিনি বৃহস্পতিবার রাত ১টায় পনের মিনিটে ফেনী জেলা সদর হাসপাতালে শাষকষ্ট জনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তিনি পাঁচ পুত্র, ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, সাতক্ষীরা প্রেসক্লাব এর সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ, সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক এম রফিক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এস কে কামরুল হাসান, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, কার্যনির্বাহী সদস্য আব্দুল গফুর সরদার, গোলাম সরোয়ার, মুহাঃ জিল্লুর রহমান, আক্তারুজ্জামান বাচ্চু, আমিরুজ্জামান বাবুসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here