ঘুষ গ্রহণ করে কাজ না করায় পাইকগাছায় সহকারী কমিশনার ভূমি সহ ৫ জনের বিরুদ্ধে মামলা

0
4
পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপজেলা সহকারী কমিশনার ভূমি সহ উক্ত অফিসের ৫ জনের বিরুদ্ধে ঘুষ নিয়ে কাজ না করার অভিযোগে এই মামলা হয়েছে।

রবিবার উপজেলার প্রতাপকাটী গ্রামের শওকত শেখ এর পুত্র নজরুল ইসলাম শেখ বাদী হয়ে মামলাটি করেছেন। তিনি মামলায় উল্লেখ করেন যে উপজেলার প্রতাপকাটী মৌজার ৫৫৪/৭৪-৭৫ নং ভিপি লীজ কেসের ইজারা নবায়নের নামে সহকারী কমিশনার ভূমি মো: ইফতেখারুল ইসলাম শামীমের নাম করে এই টাকা নেওয়া হয়েছে।  ভুমি অফিসের সাটিফিকেট সহকারী অমত্য বিশ্বাস, সার্ভেয়ার কাওছার আলী, নাজির মো: জিহাদ উল্ল্যাহ ও কপিলমুনি ইউনিয়ন ভূমি কর্মকর্তা কামাল হোসেনকে আসামী করা হয়েছে। আসামীরা বিকাশের মাধ্যমে ও নগত ৪, লক্ষ ২০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেছেন। যাহার অডিও রেকর্ড,  ফোন কল লিস্ট সহ অন্যান্য প্রমাণ বাদীর কাছে আছে।  তবে আসামীরা টাকা নিয়ে বাদী নজরুল কে ইজারা না দিয়ে তার প্রতিপক্ষ কে অবৈধ ভাবে ইজারা দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঐ টাকা ফেরত দিতে চান।  কিন্তু পরে দেন নাই। আসামীরা টাকা না দিয়ে বাদীকে নানাবিধ ভয়ভীতি প্রদর্শন করেন। তাই তিনি নিরুপায় হয়ে এই মামলা করেন। মামলার আইনজীবী এ্যাড এফ,এম,এ রাজ্জাক এ প্রতিনিধি কে জানান যে বাদী নজরুল আসামীদের বিরুদ্ধে মামলা করার অনুৃমতি বা টাকা ফেরত পেতে উর্ধতন কতৃপক্ষের কাছে আবেদন করেন। আবেদনের ২ মাস অতিবাহিত হলেও কোন ফল না পেয়ে আদালতে এই মামলা করেছেন। মামলা দাখিলের পর বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে দেখে শুনে পরে আদেশ দেবেন মর্মে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here