“জ্ঞান বিজ্ঞানে করবো জয় সেরা হব বিশ্বময়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীয় ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন ৪৬ তম বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১৪ জানুয়ারি) ২০২৫ বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা অডিটরিয়ামে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। প্রধান অতিথি কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক ইঞ্জি: শেখ আহসান হাবিব, সাংবাদিক আল নূর ইমন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বডসিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, উপজেলা ছাত্র সমন্বয়ক রাকিবুজ্জামান রাকিব, আমির হামজা ও মারুফ হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সাংবাদিক ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন ৪৬ তম বিজ্ঞানমেলা নবম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ বিষয় কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।