কালীগঞ্জে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

0
5

জন্ম মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ‍ র‍্যালি ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬অক্টোবর) সকাল সাড়ে নটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভরপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে ও  অফিস সহকারী মাসুম  হোসেনের সঞ্চালনায় জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা তথ্যপ্রযুক্তি কর্মকর্তা হেমন্দ্রনাথ মন্ডল, চম্পাফুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির সভাপতি আব্দুল লতিফ মোড়ল, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ  ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব বিভিন্ন ইউনিয়নের উদ্যোক্তা সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে  র‍্যালি বাইর হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here