বকেয়া বিদ্যুৎ বিলের টাকা আদায়ে গিয়ে আগড়দাঁড়ির সাবেক চেয়ারম্যানের মৃ’ত্যু

0
4

সাতক্ষীরা জেলা সদরের ১০নং আগড়দাঁড়ি ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মান্নান ২৯অক্টোবর সন্ধা ৭:৩০ মিনিট আগড়দাঁড়ি বাজার মসজিদের বিদ্যুৎ বিলের টাকা নিতে যায় আশিকের হোটেলে। সে মসজিদ থেকে বিদ্যুৎ সংযোগ নিয়েছিল। কিন্তু সে ৪মাস যাবত টাকা না দেওয়ায় চেয়ারম্যান টাকা পরিশোধ করার কথা বলছিল আশিক কে কারণ আবদুল মান্নান বাজার মসজিদের তদারকির দায়িত্বে ছিলেন। পাশে থাকা তজিবার (৩০)মাদক সম্রাট সে মান্নান কে বিভিন্ন অশালীন কথা বলছিল এবং তার সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তার মান্নানের সাথে হাতাহাতি হয়েছে। পরবর্তী সময়ে ঐ মাদক সম্রাট তজিবার লোকজন এনে মান্নান চেয়ারম্যানের উপর হামলা চালায়। তার কিছুক্ষণ পরে তিনি স্ট্রোক করেন। স্থানীয় লোকজন তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায় ডাক্তার জানিয়েছেন ইসিজি করার সময় রাত ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার স্বজনরা মৃত্য মান্নানকে তার নিজ বাড়ি ইন্দ্রিরাতে নিয়ে আসে। সরেজমিনে যেয়ে বর্তমান সাতক্ষীরাকে এমনটাই জানিয়েছেন তার স্বজনরা। এই ঘটনা শুনে সাতক্ষীরা সদর ওসি, এসআই, সহ সদর সার্কেল সেখানে আসে এবং লাশটি ময়নাতদন্তের জন্য ৩o অক্টোবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে নিতে বলে এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা সেটা দেখার জন্য, যেহেতু তার উপর হামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here