সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ প্রায় সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

0
4

২৬ নভেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপি’র একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন চারাবাড়ী নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করে এবং কাকডাঙ্গা বিওপি একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে ভাদিয়ালী নামক স্থান হতে ৩ বোতল ভারতীয় মদ আটক করে। এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশে অভ্যন্তরে কলারোয়া থানাধীন কাকডাঙ্গা মাঠের মধ্যে হতে ২৫ বোতল ভারতীয় মদ আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপি’র পৃথক দুইটি বিশেষ আভিযানিকদল মেইন পিলার ৩ এবং ৩/৪-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশে অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন লক্ষীদাড়ী নামক স্থান হতে ৩৮,৫০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ী এবং ১৬,২৫০/- টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রসাধনী সামগ্রী আটক করে, তলুইগাছা বিওপি’র একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন চারাবাড়ী নামক স্থান হতে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, কাকডাঙ্গা বিওপি পৃথক তিনটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে ভাদিয়ালী, গাড়াখালী পাকা রাস্তা এবং কেড়াগাছি মাঠের মধ্যে হতে ২,৮০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও ১,০৮,০০০/- টাকা মূল্যের ভারতী শাড়ী আটক করে।

সর্বমোট ৬,৩৯,৭৫০/- (ছয় লক্ষ উনচল্লিশ হাজার সাতশত পঞ্চাশ) টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল আটক করে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করত পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here