ভোমরায় টাস্কফোর্স অভিযানে ১৫ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা

0
4

১৭ ডিসেম্বর মঙ্গলবার বেলা ২টায় ও ৩,২০ টা পর্যন্ত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন ভোমরা স্থলবন্দর সংলগ্ন মেসার্স আরডি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানে বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, রসুন ভারতে পাচার এবং দেশীয় বাজারে মূল্য বৃদ্ধির লক্ষ্যে কৃত্রিম সংকট তৈরীর জন্য গুদামজাত করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ১৭ ডিসেম্বর ২টায় ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় ব্যাটালিয়ন সদর হতে বিজিডিও-২৫৩ সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন ভোমরা স্থলবন্দরের মেসার্স আরডি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা করে বর্ণিত প্রতিষ্ঠানের গোডাউন হতে ৩ টন রসুন উদ্ধার করে।

উক্ত অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস, বিজিবি’র পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা এর সাথে ১ প্লাটুন বিজিবি সদস্য এবং সাতক্ষীরা সদর থানার ৮ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে টাস্কফোর্স দল কর্তৃক মেসার্স আরডি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ৩ টন রসুন উদ্ধার করে, যার আনুমানিক সিজার মূল্য ৫,৭০,০০০/(পাঁচ লক্ষ সত্তর হাজার) টাকা ।

এ সময়ে টাস্কফোর্স দল মেসার্স আরডি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের মালিক শ্রী পংকজ দত্ত’কে রসুন ভারতে পাচার এবং দেশীয় বাজারে মূল্য বৃদ্ধির লক্ষ্যে কৃত্রিম সংকট তৈরীর জন্য গুদামজাত করার দায়ে ১,০০,০০০/(এক লক্ষ) টাকা জরিমানা করেন।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির কৃত্রিম সংকট ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধকল্পে মহতী উদ্যেগে বিজিবির এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here