কালিগঞ্জে সন্তান হাতে নির্যাতনের শিকার অসহায় পিতা মাতা বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছে

0
4
কালিগঞ্জে সন্তান হাতে নির্যাতনের শিকার অসহায় পিতা মাতা, সু-বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছে,উত্তেজিত সন্তান বাইজিদ মানছে না কোন বিচার, আতঙ্কে কাটছে শিরিনা পারভীন গফফার গাইন এর দিন, কালিগঞ্জ থানার অভিযোগ সূত্রে জানা গেছে বাইজিত গাইন, পিতা গফফার গাইন, সাং -বসন্তপুর, তার নিজের সন্তানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তাহার দ্বিতীয় মাতা শিরিনা পারভিন ও পিতা গফফার গাইন, জানা গেছে গফফার গাইনের প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে ২য় স্ত্রী শিরিনা পারভিনকে বিয়ে করে, কিন্তু দ্বিতীয় মাতার ওরজ যে কোন সন্তান নাই, গফফার গাইন এর বয়স বৃদ্ধি পাওয়ার দ্বিতীয় স্ত্রীর ভবিষ্যতের কথা চিন্তা করে, তার নামে জমি লিখে দেয় গফফার গাইন, ইহাতে চড়াও হয়ে বসে গফফার গাইন এর প্রথম পক্ষের সন্তান বাইজিত গাইন, তার সৎমার জমি দেওয়ায় বাবা ও সৎ মাকে দিনরাত নির্যাতন করে যাচ্ছে বাইজিদ এ বিষয় নিয়ে এক দফাই বিচার আচার হলেও তার কোন সুফল মেনে নি,এজন্য সর্বশেষ বাইজিত গাইনের পিতা ও সৎ মা আইনের দোরগোড়া এসে পৌঁছেছেন,অফার গাইন চাচ্ছেন মৃত্যুর আগে তার দ্বিতীয় স্ত্রী শিরিনা পারভীনকে যতটুকু জমি দিয়েছে সেটিতে সুস্থ ভাবে বসবাস করে জীবনযাপন করতে পারে, এজন্য তার অবাধ্য সন্তান বাইজিদ গাইন এর সঠিক বিচার চেয়ে প্রশাসনের উদ্বোধন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং মনের অনেক কষ্টে বলেন এমন সন্তান যেন কারোর ঘরে জন্মগ্রহণ না করে, জেতার পিতা মাতাকে জমির জন্য মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here