শ্রীউলার পুইজালা হাইস্কুলে ১৭ ই জানুয়ারি শুক্রবার বিকাল ৪ ঘটিকায় শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সেলিম রেজার সভাপতিত্বে শীতবস্ত্র কার্যক্রমের উদ্বোধন করেন মাসুদুজ্জামান রানা। উদ্বোধক বলেন, সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ। নতুন উষ্ণ শীতবস্ত্র পেয়ে শীতার্তদের মুখে হাসি ফোঁটে। সভাপতি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “মানুষ, মানুষের জন্য, জীবন জীবনের জন্য”। বর্তমান সমাজে বিভিন্ন ধরনের অমানবিকতা এবং সহিংসতা বেড়ে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, মানুষ যখন একে অপরকে প্রতারিত করে এবং মিথ্যার চর্চা করে, তখন মানবতা কোথাও হারিয়ে যায়। তবে যদি সবাই ছোট ছোট পদক্ষেপে মানবিক হয়ে উঠতে পারে, তাহলে সমাজ পরিবর্তন হতে পারে এবং অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলা সম্ভব হবে। তিনি সমাজের প্রতি আহ্বান জানান, যাতে সবাই মানবিক কাজের মাধ্যমে আগামী প্রজন্মকে সৎ, উদার এবং মানবিক হওয়ার শিক্ষা দিতে পারে।শামিম হোসেনের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আব্দুল আল-মামুন, রহমত আলী, জাকির সানা,ধ্রুব ঢালী,শফি,নয়ন, মনিরুল , নাজমুল,মিলন ঢালী প্রমুখ।