কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও পি,আই ও অফিসের আয়োজনে ঘূর্ণিঝড় ডানার মোকাবেলার ও সাধারণ মানুষকে নিরাপদে রাখার জন্য প্রস্তুতিমূলক মিটিং করেছে কালিগঞ্জ উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। ২৩অক্টোবর বুধবার বিকাল ৩ঃ৩০ মিনিটে অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়, এ সময় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি অমিত কুমার মন্ডল, উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মিয়ারাজ হোসেন,বীর মুক্তিযোদ্ধা ও মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম, উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের (এস ডি ই) শুভেন্দু বিশ্বাস,(এস ও) মাসুদ রানা সহ কালিগঞ্জ উপজেলার উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, চেয়ারম্যান, সাংবাদিক, সুধি সমাজ। এ সময় ইউ এন ও তার পক্ষ থেকে সকলকে উদ্দেশ্য করে ঘূর্ণিঝড় ডানার মোকাবেলা করার জন্য যা যা যেভাবে দরকার সকলকে একত্রিত হয়ে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন।