কালিগঞ্জে ভুয়া প্রতিবন্ধী পরিচয় পত্র তৈরী করতে গিয়ে হাতেনাতে আ-ট-ক

0
6

কা‌লিগঞ্জ উপ‌জেলায় প্রতিবন্ধী‌দের ভুয়া প‌রিচয়পত্র তৈরী ক‌রে দেওয়ার অ‌ভি‌যো‌গে প্রতারক সাইফুল ইসলাম‌ নামে এক ব্যক্তি আটক। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস,মোবাইল কো‌র্টের মাধ‌্যমে ২০দি‌নের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে, ১২-নভেম্বর-২০২৪ রোজ মঙ্গলবার সাতক্ষীরা জেলার কা‌লিগঞ্জ উপ‌জেলায় প্রতিবন্ধী ব‌্যক্তি‌দের নিকট থে‌কে টাকার বি‌নিম‌য়ে প্রতিবন্ধী‌দের প‌রিচয়পত্র তৈরী ক‌রে দেওয়ার অ‌ভি‌যো‌গের ভি‌ত্তি‌তে প্রতারক সাইফুল ইসলাম‌কে উপ‌জেলা সমাজ‌সেবা অ‌ফিসার শেখ স‌হিদুর রহমান হা‌তেনা‌তে ধরে ফেলেন, এরপর উপ‌জেলা সহকা‌রি ক‌মিশনার (ভু‌মি), কালিগঞ্জ, সাতক্ষীরা এর মোবাইল কো‌র্টের মাধ‌্যমে প্রতারক সাইফুল ইসলাম, পিতা সফর উদ্দিন মোড়ল, গ্ৰাম দুদলী, উপজেলা কালিগঞ্জ কে সাতক্ষীরা জেলা জেলহাজত তে ২০(কুড়ি) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করনে, উপ‌জেলা সমাজ‌সেবা অ‌ফিস থে‌কে ভাতা ও সুবর্ন নাগ‌রিক কার্ড পে‌তে কোন টাকা লা‌গেনা এ কথাটি স্পষ্ট ভাষায় বলেছেন সমাজসেবা অফিসার,কেহ টাকা চাই‌লে প্রমানসহ হা‌তে না‌তে ধ‌রে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও অফিস কে জানাতে বলেছেন, অবশ‌্যই দোষী প্রমাণিত হলে তাৎক্ষণিক তাকে আই‌নের আওতায় আনা হ‌বে, দ্রুত সাহসী কার্যকরী ভূমিকা গ্ৰহন করায় উপজেলা সমাজসেবা অফিসার সহিদুর রহমান কে কালিগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখা সহ মানবাধিকার সংস্থা ও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান তাকে অভিনন্দন জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here