কলারোয়ায় বিজয় দিবস পালিত

0
7

আজ ১৬ ডিসেম্বর বিজয়ের দিন। আজ ৫৪ মত মহান
বিজয় দিবস। পরাধীনতা থেকে মুক্ত পাখির মত ডানা মেলে আকাশে ওড়ার দিন আজ।
১৯৭১ সালে এই দিনে পাকিন্থানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল
প্রিয় মাতৃভুমি। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর লক্ষধীক শহিদের রক্তের বিনিময় অর্জিত
আমাদের এই সুজলা সুফলা শষ্য শামল মাতৃভুমি।
দেশের প্রতিটি প্রান্তে নানা আয়োজনে উদযাপন করছে বিজয় দিবস। এরই
ধারাবাহিকতায় কলারোয়া উপজেলা প্রশাসনের ও বিভিন্ন রাজনৈতিক দলের
আয়োজনে উদযাপন করা হচ্ছে মহান বিজয় দিবস। যথাযোগ্য মর্যাদায় মহান
বিজয় উদযাপনে কলারোয়ায় ব্যাপক কমৃসুচি গ্রহন করেছে উপজেলা প্রশাসন।
আজ প্রত্যুষে কলারোয়া থানার অফিসার ইনচার্জ সামছুল আরেফিন এর
নেতৃত্বে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা হয়।
এর পর উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম এর নেতৃত্বে সকাল ৯ টার সময়
জাতীয় সংঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় বীর মুক্তযোদ্ধাদের
সম্মানে পুষ্পমাল্য অর্পণ । প্রথমে রাষ্ট উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষে
নির্বাহী অফিসার ও সহকর্মীবৃন্দ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে উপজেলা
নির্বাহী অফিসার ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,কলারোয়া থানার পক্ষে অফিসার
ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তাগণ,কলারোয়া পৌর সভার পক্ষে প্রশাসক ও
সদস্যবৃন্দও কর্মকর্তাগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখার পক্ষে সভাপতি
ও সাধারণ সম্পাদক ,কলারোয়া সরকারী কলেজ পক্ষে অধ্যক্ষ ও অধ্যাপকবৃন্দ, কলারোয়া
জি,কে এমকে পাইলট হাইস্কুল এর পক্ষে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক বৃন্দ,গণ-
অধিকার পরিষদ এর পক্ষে সভাপতি/সাধারণ সম্পাদক কলারোয়া প্রেস ক্লাবের পক্ষে
সভাপতি/সাধারণ সম্পাদকও অন্যান সদস্যবৃন্দ.কলারোয়া রিপোর্টার্স ক্লাবের
পক্ষে সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ,জাতীয়তাবাদী পৌর শাখার পক্ষে সভাপতি/সাধালণ
সম্পাদক ,জাতীয়তাবাদী মহিলা দল উপজেলা শাখার পক্ষে সভাপতি/সাধারণ সম্পাদক ,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও অন্যান্য
কর্মকর্তাবৃন্দ, কলারোয়া উপজেলার ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও বিভিন্ন
দলের সভাপতিও সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ পুস্পমাল্য অর্পণ করেন।
এ ছাড়া বাংলাদেশ জামায়াত ইসলামী কলারোয়া উপজেলা শাখা জামায়াত ইসলামী
যুবদল বিভাগ সহ জামায়াতের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ বিজয় র‌্যালী ও বীর
মুক্তিযোদ্ধদের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করেন।

বিজয় দিবসে গত বছরের তুলনায় ভিন্ন আয়োজনে বিজয় দিবস উদযাপন করছে
যার মধ্যে বিভিন্ন স্টল পরিদর্শন ও শিশুদের জন্য দোলনা খেলার ব্যবস্থা করা হয়েছে।
স্টালের মধ্যে কলারোয়া শিক্ষা অফিস এর পক্ষে বিভিন্ন পিঠা সমগ্রীক পরিদর্শণ
করেছে যা আগামী প্রজম্ম এইসব ম্মৃতি ধরে রাখতে পারে এবং এটি দর্শকদের
মনোযোক আকর্শন করেছে বলে সকলের মনে করেন।
এ ছাড়া ১৬ ডিসেম্বারের (বিজয় দিবসের উপর আলোচনা ) ও বীর মুক্তিযোদ্ধা ও
তাদের পরিবারের সংবর্ধনা দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here